www.kochikantha.edu.bd.erbisbd.com
Open in
urlscan Pro
23.106.55.197
Public Scan
URL:
https://www.kochikantha.edu.bd.erbisbd.com/
Submission: On December 02 via api from US — Scanned from SG
Submission: On December 02 via api from US — Scanned from SG
Form analysis
0 forms found in the DOMText Content
* শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য * Online Class * EIIN -139392 * +8801819400976 * kk.bidda@gmail.com * হোম পেইজ * আমাদের সম্পর্কে * ফলাফল * নোটিশ * ছবির অ্যাল্বাম * যোগাযোগ * অনলাইন ভর্তি * বিজ্ঞপ্তি * * * * * * * * * * নোটিশ বোর্ড * > Leave Notice -2018 * > Class Routine. 2019 (Class Three to Class Eight) * > Admission Form * > Notis of teacher requirement-4 (2021) * > Holiday List- 2022 * > KBC-Clender-2022 * > 1st Tutorial Exam. Routine. Play to Class Seven-2022 * > 1st Semister Exam. Routine. Play to Class Seven-2022 * > 2nd Tutorial Routine Play to Class Seven-2022 * > 2nd Semister Routine Play to Class Seven-2022 * > 3rd Tutorial Routine-2022 * > 3rd Semister Exam. Routine-2022 গুরুত্বপূর্ণ লিংক সমূহ * > ফলাফল পিইসি/PEC Result Link * > ফলাফল -JSC/ SSC/HSC/ Result Link * > ঢাকা শিক্ষা বোর্ড/Dhaka Education Board * > এনসিটিবি/NCTB * > প্রাথমিক শিক্ষা অধিদপ্তর/DPE * > মাউশি/SHED * > Ministry of Education/শিক্ষা মন্ত্রণালয় * > জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী /NAPE * > প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়/MOPME জাতীয় সংগীত অত্যাধুনিক তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ একটি ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সম্পর্কে ১ বিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি ঢাকা শহরের একটি অন্যতম উন্নত এবং আধুনিক সুবিধা সমৃদ্ধ এলাকা উত্তরার ঠিক পাশেই তুলনামূলকভাবে অনুন্নত এবং অবহেলিত উত্তরখান এলাকায় মান সম্মত এবং যুগোপযোগী শিক্ষা প্রদানের উদ্দেশ্যকে সামনে রেখে ২০০৮ সালে মাত্র ৩৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল কচিকণ্ঠ বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ। সকলের দোয়া এবং ঐকান্তিক সহযোগিতায় আজ অত্র বিদ্যালয়ে প্লে-গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩৫০ জন ছাত্রছাত্রী অধ্য....বিস্তারিত ২ শিক্ষা কার্যক্রম বিদ্যালয়টি এনসিটিবি এর জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে। পাশাপাশি ইংরেজিতে ভাল জ্ঞান অর্জন করার জন্য ব্রিটিশ পাঠ্যক্রমেও পড়ানো হয়ে থাকে। শিখন পদ্ধতি অনুসারে শ্রেনিকক্ষে পাঠদান খুবই গুরুত্ব সহকারে করা হয়। বিভিন্ন প্রতিযোগিতা যেমন ড্রইং, রং করা, গল্প বলা, সুন্দর সাজ ও সাজানো ও বিভিন্ন উৎসব উদযাপন ছাত্র ছাত্রীদের প্রধান আকর্ষণ হয়ে থাকে। নিয়মিত পাঠ্যক্রমের বাইরে শিশুরা অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যক্রমেও নি.....বিস্তারিত ৩ সাফল্য ২০১৪ সালে পিইসি পরীক্ষায় পাশের হার শতভাগ- তন্মধ্যে ৮৪% A+ এবং বাকি ১৬% A এবং ২০১৫ সালেও পিইসি পরীক্ষায় পাশের হার শতভাগ- তন্মধ্যে ৭৭% A+ এবং বাকি ২৩% A । ২০১৬ ও ২০১৭ সালে PEC পরীক্ষায় দুই দুইবার শতভাগ (১০০%) A+ অর্জন করতে সক্ষম হয়েছে। শতভাগ A+ অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আমাদের অবস্থান উত্তরখান তথা উত্তরার মধ্যে শীর্ষে। আমরা আশা করি ভবিষ্যতে সকলের সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানটি আরও গৌরবময় সাফল......বিস্তারিত ৪ লক্ষ্য ও উদ্দেশ্য গুণগত মানের কথা চিন্তা না করে শুধু সংখ্যা বাড়ানোর কোন উদ্দেশ্য আমাদের কোন দিনও ছিলনা এবং ভবিষ্যতেও থাকবেনা। অত্র এলাকায় আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার যে ব্রত নিয়ে আমরা এই সেবামূলক কাজটি শুরু করেছিলাম, অত্যন্ত গর্বের সাথে বলতে পারি আমরা অদ্যাবধি আমাদের সেই নীতিতে অটল আছি এবং থাকব ইনশাআল্লাহ। এলাকার আরও কিছু বিদ্যালয় নামধারী ব্যবসা প্রতিষ্ঠানের মত শিক্ষা নিয়ে ব্যবসা করার কোন উদ্দেশ্য আমাদের নেই। ক......বিস্তারিত ৫ শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে ঐ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধির পেছনে অগ্রণী ভূমিকা পালন করে শিক্ষকমন্ডলী। অত্র বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র ৩৫০ জন হলেও তারা দেশের সেরা যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষা অথবা সহশিক্ষা বিষয়ক যে কোন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করবে বলে আমরা বিশ্বাস করি। অত্র প্রতিষ্ঠানে রয়েছে একঝাঁক নিবেদিত প্রাণ শিক্ষক। বিষ.....বিস্তারিত ৬ পি.ই.সি-২০১৬ ও ২০১৭ সালের পরীক্ষায় ১০০% A+ ২০১৬ ও ২০১৭ সালে PEC পরীক্ষায় দুই দুইবার শতভাগ (১০০%) A+ অর্জন করতে সক্ষম হয়েছে। শতভাগ A+ অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আমাদের অবস্থান উত্তরখান তথা উত্তরার মধ্যে শীর্ষে। ** সেজন্য সম্মানিত প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে জানাই আন্তরিক অভিনন্দন।.....পি.ই.সি. রেজাল্ট ৭ সুযোগ-সুবিধা বিদ্যালয়ের শিক্ষার্থীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্হাপন করা হয়েছে । সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যবস্থা । বিদ্যালয়ের দূর দুরান্তের শিক্ষার্থীদের জন্য নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা চালু করা হয়েছে । ক্যাম্পাসে রয়েছে প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা । শিক্ষার্থীদের জন্য আছে পৃথক গ্রন্থাগার , পৃথক কম্পিউটার ল্যাব ও অন্যান্য ল্যাব, ইনডোর .....বিস্তারিত ৮ আসন সংখ্যা প্লে-গ্রুপ-৬০, র্নাসারি-৬০, প্রথম শ্রেণি-৫০, দ্বিতীয় শ্রেণি-৫০, তৃতীয় শ্রেণি-৫০, চর্তুথ শ্রেণি-৫০, পঞ্চম শ্রেণি-৫০, ষষ্ঠ শ্রেণি-৫০, সপ্তম শ্রেণি-৫০, অষ্টম শ্রেণি-৫০, নবম শ্রেণি-৫০, দশম শ্রেণি-৫০।.....আসন সংখ্যা নিজের উপর বিশ্বাস রাখো এবং কখনো হাল ছেড়োনা 13 শ্রেণি 460 শিক্ষার্থী 35 শিক্ষক/শিক্ষিকা যে কারণে আপনার সন্তানকে কচিকণ্ঠ বিদ্যানিকেতন অ্যান্ড কলেজে ভর্তি করবেন * বিষয় ভিত্তিক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষক/শিক্ষিকা দ্বারা পাঠদান। * অত্যাধুনিক তথ্য প্রযুক্তি সমৃদ্ধ একটি ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান। ONLINE -এ MCQ পরীক্ষা, বেতন পরিশোধ, মার্কশিট, ছবিযুক্ত প্রবেশপত্র, ফলাফলসহ বিদ্যালয়ের সকল তথ্য -উপাত্ত সংগ্রহের সুবিধা। * শিশুদের খেলাধুলার জন্য ইনডোর প্লে-গ্রাউন্ড এবং স্কাউট সুবিধা। * সাপ্তাহিক সাংস্কৃতিক চর্চা ও ত্রৈমাসিক বিজ্ঞান মেলা। * শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্কুল গেইট এবং শ্রেণি শিক্ষকের পাঠদান CC.TV ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ। * Punch Card (ডিজিটাল মেশিন) দ্বারা ছাত্র-ছাত্রীদের উপস্থিতি পর্যবেক্ষণ এবং স্বয়ংক্রিয়ভাবে মোবাইল Message এর মাধ্যমে অভিভাবকদের অবহিতকরণ। * নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা। * Mobile SMS এর মাধ্যমে অভিভাবকদের তথ্য প্রদান। * প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বাসায় পড়তে হয় না,ক্লাসেই পড়া সম্পন্ন করে দেওয়ার ব্যবস্থা। * সাপ্তাহিক Spoken English, Computer ও ICT ক্লাসের ব্যবস্থা। PEC & JSC পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস সহ সাপ্তাহিক ও মাসিক মডেল টেস্টের ব্যবস্থা। * প্রি-প্রাইমারি সেকশনে প্রতি ক্লাসে সার্বক্ষণিক দুইজন শিক্ষকের ব্যবস্থা । English Grammar, বাংলা ব্যাকরণ রচনা, বক্তৃতা, বিতর্ক, হাতের লেখা ও চিত্রাংঙ্কণ * সেমিস্টার পদ্ধতিতে পাঠদান এবং CT ও MT গ্রহণ এবং ভুল সংশোধনী ক্লাশের ব্যবস্থা। * একাডেমিক সিলেবাস অনুযায়ী Study Plan বাস্তবায়ন। * নিজস্ব জেনারেটরের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা। সভাপতির বক্তব্য: * “Education is the backbone of a nation” শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন কোন প্রাণি সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া কোন জাতির পক্ষেই বিশ্বের দরবারে মাথা উঁচু করে স্বীয় অস্তিত্ব নিয়ে মর্যাদাপূর্ণ আসন অর্জন করা সম্ভব না। যে জাতি যত বেশি শিক্ষিত, বিশ্বদরবারে সে জাতি তত বেশি মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত। কাজেই শিক্ষার কোন বিকল্প নেই। একটি সুশিক্ষিত জাতিই উপহার দিতে পারে একটি সুন্দর দেশ, সুন্দর ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎ এর ভিত্তি হচ্ছে আমাদের শিশুরা। যখন প্রতিটি শিশু সুশিক্ষায় শিক্ষিত হবে তখন সেই দেশ ও জাতি শান্তি সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে আরোহণ করবে। কাজেই প্রত্যেকেরই মনোযোগী হতে হবে কোমলমতি এই শিশুদের প্রতি। একজন শিল্পী তার শিল্প......বিস্তারিত মাস্টার এন এইচ রিজন আহমেদ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কচিকণ্ঠ বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ , মাস্টার রিজন আহমেদ অর্গানাইজেশন। ভর্তি তথ্য ভর্তির জন্য চাহিদা অনুযায়ী সকল কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হয়। ১০০ টাকা দিয়ে অফিস সময়ে ভর্তি ফরম সংগ্রহ করা যায়। ভর্তি নিয়ামাবলি * প্লে-গ্রুপ ও নার্সারি * প্লে-গ্রুপের জন্য শিশুর বয়স নুন্যতম ৩.৫ বৎসর এবং নার্সারির জন্য ৪.৫ বৎসর হতে হবে। * শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। * কেজি থেকে দশম শ্রেনি পর্যন্ত * বিগত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি পদ্ধতি ভর্তির জন্য চাহিদা অনুযায়ী সকল কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হয়। ১০০ টাকা দিয়ে অফিস সময়ে ভর্তি ফরম সংগ্রহ করা যায়। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি ১। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদপত্র। ২। পিতা মাতার জাতীয় পরিচয়পত্র ( প্লে- ৫ম শ্রেণি) ৩। বিগত বার্ষিক পরীক্ষার নম্বরপত্র ৪। ছাড়পত্র (৬ষ্ঠ- ৯ম) ৫। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। ৬। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার সনদ অথবা নম্বর পত্র (৬ষ্ঠ শ্রেণি)। ৭। জুনিয়র স্কুল সনদপত্র অথবা নম্বরপত্র (৯ম শ্রেণিতে ভর্তির জন্য)। পাঠদান ক্ষেত্র বাংলা মাধ্যমঃ প্লেগ্রুপ থেকে দশম শ্রেণি। (প্রভাতী ও দিবা) English Version: Play group to Class-2 (প্রভাতী) ভর্তিসহ অন্যান্য ফি সমূহ নোটিশ বোর্ড * > Leave Notice -2018 * > Class Routine. 2019 (Class Three to Class Eight) * > Admission Form * > Notis of teacher requirement-4 (2021) * > Holiday List- 2022 * > KBC-Clender-2022 * > 1st Tutorial Exam. Routine. Play to Class Seven-2022 * > 1st Semister Exam. Routine. Play to Class Seven-2022 * > 2nd Tutorial Routine Play to Class Seven-2022 * > 2nd Semister Routine Play to Class Seven-2022 * > 3rd Tutorial Routine-2022 * > 3rd Semister Exam. Routine-2022 গুরুত্বপূর্ণ লিংক সমূহ * > ফলাফল পিইসি/PEC Result Link * > ফলাফল -JSC/ SSC/HSC/ Result Link * > ঢাকা শিক্ষা বোর্ড/Dhaka Education Board * > এনসিটিবি/NCTB * > প্রাথমিক শিক্ষা অধিদপ্তর/DPE * > মাউশি/SHED * > Ministry of Education/শিক্ষা মন্ত্রণালয় * > জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী /NAPE * > প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়/MOPME সামাজিক যোগাযোগ মাধ্যম * * * * * ১১২১/১, উত্তরখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। * EIIN -139392 * ফোন: +880248957972 * মোবাইল: +8801819400976 * ই-মেইল: kk.bidda@gmail.com Home About Us Results Notice Album Contact Us Online Registration © 2017 Kochikantha Bidyaniketon and College. All Rights Reserved Webmail SMS Sales & Inventory School Management MCQ Admin Panel Developed By: Kochikantha Bidyaniketon and College To Top