kaliachaksangbad.com Open in urlscan Pro
2a02:4780:43:d6ec:fc01:25eb:6629:9f96  Public Scan

URL: https://kaliachaksangbad.com/
Submission: On October 02 via api from BE — Scanned from DE

Form analysis 0 forms found in the DOM

Text Content

Wednesday 2 October
E-Paper
Results 2024



 * খবর
   * রাজ্য
   * দেশ
   * বিশ্ব
 * খেলা
 * বিনোদন
   * সিনেমা
   * সিরিয়াল
   * থিয়েটার
 * ঘরে বাইরে
   * ফ্যাশন
   * ফুড
   * ফিটনেস
   * শপিং
   * হাওয়া বদল
 * ম্যাগাজিন
   * কবিতা
   * গল্প
   * ফিচার
   * ধারাবাহিক
 * মতামত
   * সম্পাদকীয়
   * কলম
   * ব্লগ
 * গ্যালারি
   * ফোটো গ্যালারি
   * ভিডিও স্টোরি
 * ব্যবসা
   * বাজেট 2024
 * More
   * ভালো থেকো
   * শিক্ষা
   Reporter List
   Join As a Reporter

×

AD IMAGE

×



Breaking

জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্ম দিবস পালন করল পুরাতন মালদা শহর ও ব্লক
কংগ্রেস || পুজোর প্রাক্কালে বয়স্ক নাগরিকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির ||
ভারতীয় জনতা পার্টির সেবাপক্ষ কাল উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল এক রক্তদান শিবির |
|| দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের
নবাবগঞ্জ হাটখোলা এলাকায়। || স্বপন মণ্ডল ট্রান্সফার হওয়ার পরেই কার্যত
ছাত্র-ছাত্রীরা ও তাঁদের অভিভাবকরা ক্ষোভে ফুসছেন। ||




--------------------------------------------------------------------------------

সর্বশেষ

--------------------------------------------------------------------------------

জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্ম দিবস পালন করল পুরাতন মালদা শহর ও ব্লক
কংগ্রেস

Wednesday : জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্ম দিবস পালন করল পুরাতন মালদা শহর
ও ব্লক কংগ্রেস | বুধবার সকালে পুরাতন মালদা পুরসভার মৌলপুরে কংগ্রেসের দলীয়
কার্যালয়ে মহাত্মা গান্ধীর জন্ম দিবস পালন করা হয়। গান্ধীর জন্ম দিবস পালনের
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেসের সহ-সভাপতি ভূপেন্দ্র নাথ হালদার,
ছাত্র পরিষদের জেলা সভাপতি মান্তু ঘোষ, পুরাতন মালদা শহর কংগ্রেসের সভাপতি
প্রানাতোষ ঘোষ , কংগ্রেসের শ্রমিক নেতা শিবনাথ শুকুল সহ অন্যান্য কর্মীবৃন্দ। আজ
বুধবার মহাত্মা গান্ধীর ছবিতে ফুলের মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার জানান আজকে এই দিনটি তাদের কাছে খুবই
গুরুত্বপূর্ণ কারণ বর্তমান পরিস্থিতিতে এই জাতির জনক মহাত্মা গান্ধীর নীতি ও
আদর্শের অনুসরণ করা খুবই প্রয়োজন।

পুজোর প্রাক্কালে বয়স্ক নাগরিকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির

Wednesday : পুজো বা উৎসব তো সামাজিক দায়বদ্ধতাও। সেটা মানবধর্মও। এই উপলব্ধি থেকেই
দুর্গা পুজোর প্রাক্কালে আজ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের উদ্যোগে দুবরাজপুর ব্লকের
পদুমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমারশীর্ষা গ্রামে অনুষ্ঠিত হলো বয়স্ক নাগরিকদের
জন্য স্বাস্থ্য শিবির। এই গ্রামের বয়স্ক নাগরিকরা গ্রামে বসেই সমস্ত ধরনের চিকিৎসা
পরিষেবা পান। পুজোর দিনগুলোতে তাঁরা যেন সুস্থ থাকেন তাই পুজোর প্রাক্কালে তাঁদের
স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আজকের শিবিরে মানুষের ভীড় ছিলো চোখে পড়ার মতো। এই শিবিরে
দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের জেনারেল ফিজিসিয়ান ডাক্তার খাদিজা খাতুন, দন্ত্য
চিকিৎসক, চক্ষু চিকিৎসক সহ সিনিয়র নার্স, BPHU স্টাফ, সি.এইচ.ও, এ.এন.এম, আশাকর্মী
উপস্থিত ছিলেন। এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শতাধিক বয়স্ক নাগরিকের সুগার,
প্রেসার, রক্ত পরীক্ষা, টি.বি. পরীক্ষা, সিকেল সেল অ্যনিমিয়া, এইচ.আই.ভি, সাধারণ
স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু ও দন্ত্য পরীক্ষা করা হয়। প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষ
দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের এই পরিষেবা পেয়ে খুব খুশি।

ভারতীয় জনতা পার্টির সেবাপক্ষ কাল উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল এক রক্তদান শিবির |

Tuesday : মঙ্গলবার দুপুরে ভারতীয় জনতা পার্টির সেবাপক্ষ কাল উপলক্ষে অনুষ্ঠিত
হয়ে গেল এক রক্তদান শিবির | এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় পুরাতন মালদার
সাহাপুর সেতু মোড়ে |আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক
জেলা সভাপতি উজ্জ্বল দত্ত | উপস্থিত ছিলেন মালদা বিধানসভার বিধায়ক গোপাল সাহা
উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ও মালদা বিধানসভা কনভেনার স্নেহাংশু ভট্টাচার্য,
মুচিয়া অঞ্চল প্রধান পলি দাস সহ অন্যান্য কার্যকর্তারা | ভারতীয় জনতা পার্টির
সেবা পক্ষ কাল রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে বলে
জানা যায় |

দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের
নবাবগঞ্জ হাটখোলা এলাকায়।

Tuesday : মঙ্গলবার পরপর দুটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা
পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ হাটখোলা এলাকায়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক
উত্তেজনা ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। জানা গেছে নবাবগঞ্জ হাটে দুটি মিষ্টির দোকানের
গ্যাসের সিলিন্ডার এবং তেলের টিন চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা |মঙ্গলবার সকালে
দোকানের কর্মচারীর চোখে পড়ে জিনিসগুলো উধাও হয়ে রয়েছে এবং সঙ্গে সঙ্গে খোঁজ
লাগিয়ে অভিযুক্ত এক যুবককে আটক করে এলাকাবাসী | এবং তার কাছ থেকে উদ্ধার হয় চুরি
যাওয়া গ্যাসের সিলিন্ডার এবং তেলের টিন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা
থানার পুলিশ এবং উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় মালদা থানায়। যদিও
অভিযুক্ত যুবক থানা যাওয়ার পথে জানায় ,সে চুরিতে জড়িত নয় সে চুরির মাল উদ্ধার
করে ফেরত দিতে যাওয়ায় তার কাল হয়ে দাঁড়ালো। যদিও নবাবগঞ্জ এলাকার বাসিন্দা এবং
দোকানদারদের অভিযোগ এলাকায় এরকম হামেশায় চুরি হতে থাকে এবং এই চুরির জন্য মূল
কারণ হচ্ছে যুবকরা সব বিভিন্ন নেশায় আসক্ত হয়ে নেশার টাকা জোগাড় করতেই বিভিন্ন
অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে পড়ছে।





--------------------------------------------------------------------------------

রাজ্য

--------------------------------------------------------------------------------

পুজোর প্রাক্কালে বয়স্ক নাগরিকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির

Wednesday : পুজো বা উৎসব তো সামাজিক দায়বদ্ধতাও। সেটা মানবধর্মও। এই উপলব্ধি থেকেই
দুর্গা পুজোর প্রাক্কালে আজ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের উদ্যোগে দুবরাজপুর ব্লকের
পদুমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমারশীর্ষা গ্রামে অনুষ্ঠিত হলো বয়স্ক নাগরিকদের
জন্য স্বাস্থ্য শিবির। এই গ্রামের বয়স্ক নাগরিকরা গ্রামে বসেই সমস্ত ধরনের চিকিৎসা
পরিষেবা পান। পুজোর দিনগুলোতে তাঁরা যেন সুস্থ থাকেন তাই পুজোর প্রাক্কালে তাঁদের
স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আজকের শিবিরে মানুষের ভীড় ছিলো চোখে পড়ার মতো। এই শিবিরে
দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের জেনারেল ফিজিসিয়ান ডাক্তার খাদিজা খাতুন, দন্ত্য
চিকিৎসক, চক্ষু চিকিৎসক সহ সিনিয়র নার্স, BPHU স্টাফ, সি.এইচ.ও, এ.এন.এম, আশাকর্মী
উপস্থিত ছিলেন। এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শতাধিক বয়স্ক নাগরিকের সুগার,
প্রেসার, রক্ত পরীক্ষা, টি.বি. পরীক্ষা, সিকেল সেল অ্যনিমিয়া, এইচ.আই.ভি, সাধারণ
স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু ও দন্ত্য পরীক্ষা করা হয়। প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষ
দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের এই পরিষেবা পেয়ে খুব খুশি।

স্বপন মণ্ডল ট্রান্সফার হওয়ার পরেই কার্যত ছাত্র-ছাত্রীরা ও তাঁদের অভিভাবকরা
ক্ষোভে ফুসছেন।

Tuesday : মল্লারপুরের নবারুণ প্রাথমিক বিদ্যালয়ে গত কুড়ি বছর ধরে এই বিদ্যালয়ে
কাজ করতেন মামনি দত্ত। বর্তমানে এই স্কুলের শিক্ষিকা তিনি। এই ইস্কুলের স্বপন মন্ডল
নামে আরও এক শিক্ষক ছিলেন এক সপ্তাহ আগে সাঁইথিয়ার একটি বিদ্যালয়ে ট্রান্সফার
হয়েছে। এই স্বপন মণ্ডল ট্রান্সফার হওয়ার পরেই কার্যত ছাত্র-ছাত্রীরা ও তাঁদের
অভিভাবকরা ক্ষোভে ফুসছেন। এবং সেই দাবিতেই অর্থাৎ স্বপন মণ্ডল কে ফেরানোর দাবিতে
তারা সোমবার সকাল ১১ টা নাগাদ স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখান। অন্যদিকে
তাদের আরো অভিযোগ স্কুলের বর্তমান শিক্ষিকা মামনি দত্ত চাল চুরিতে অভিযুক্ত এবং তার
বিরুদ্ধে স্কুলের প্রধান শিক্ষিকা অপর্ণা চ্যাটার্জি ও স্কুল পরিদর্শকে চিঠি
দিয়েছেন। এবং তাকে অন্যত্র কোথাও টান্সফার করতে হবে সেই দাবিও সামনে রেখেছেন
স্কুলের ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা। সব মিলিয়ে এলাকায় একটি চাপা উত্তেজনার
সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। স্কুলের প্রধান শিক্ষিকা অপর্ণা চ্যাটার্জি
জানিয়েছেন, আগামী দিনে স্কুল পরিদর্শক এই বিষয়টি নিয়ে দেখা করবেন বলেছেন
ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে, সেখানে সমস্ত সমস্যার সমাধান হবে
বলেও আশ্বাস দেন তিনি। অন্যদিকে মামণি দত্ত বলেন আমরা দুইজন কলিগ শিক্ষিকা আছি।
তাদেরকে একঘরা করে রাখা হয়েছে। প্রধান শিক্ষিকা এবং স্বপন মন্ডল এরা আমাদেরকে কোন
কিছু না জানিয়ে সমস্ত সিদ্ধান্ত নেন। এবং বর্তমানে মিড ডে মিলের মার্চ মাস থেকে
দায়িত্ব রয়েছেন অপর্ণা চ্যাটার্জি। এরাই অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কে উস্কেছে
আমাদের পিছনে লাগার জন্য।

চুরি বন্ধ করতে বসল সিসি ক্যামেরা

Tuesday : চুরি বন্ধ করতে বসল সিসি ক্যামেরা দুবরাজপুর থানার পক্ষ থেকে দুবরাজপুর
ব্লকের পণ্ডিতপুর বাসস্ট্যাণ্ডে চারটি সিসি ক্যামেরা বসানো হল। আগে এই
বাসস্ট্যাণ্ডে বহু চুরির ঘটনা ঘটেছে। সন্ধ্যা হয়ে গেলে এই জায়গাটা ফাঁকা হয়ে যায়।
সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা চুরির ঘটনা ঘটায়। উল্লেখ্য, বক্রেশ্বর, আদমপুর,
লক্ষ্মীনারায়ণপুর, গোপালপুর, কয়থানপুর সহ বেশ কয়েকটি গ্রামের সংযোগ স্থল হল এই
পণ্ডিতপুর বাসস্ট্যাণ্ড। সকাল থেকেই বাজার করতে এখানে ভীড় জমান বিভিন্ন গ্রামের
মানুষজন। কিন্তু সন্ধ্যার পর এই বাসস্ট্যাণ্ড ফাঁকা হয়ে যায়। চুরি রুখতে তৎপর রয়েছে
দুবরাজপুর থানার পুলিশ। তাই এদিন দুবরাজপুর থানার পক্ষ থেকে চারটি সিসি ক্যামেরা
বসানো হয়।

আরজিকর কান্ডর প্রতিবাদ! টাকা ফেরালো, দাসপুরের সাগরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি।

Tuesday : আরজিকর কান্ডর প্রতিবাদ! টাকা ফেরালো, দাসপুরের সাগরপুর সার্বজনীন
দুর্গোৎসব কমিটি। দাসপুর, পশ্চিম মেদিনীপুর: কলকাতার আঁচ এবার জেলাতেও। আরজিকর
কান্ডর প্রতিবাদ জানিয়ে দুর্গা পুজোতে সরকারের অনুদান ফেরালো দাসপুরের দুর্গাপুজো।
কলকাতার আরজিকরে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের দিকে দিকে
দুর্গাপূজোয় সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছে পুজো কমিটি। সেই তালিকায় এবার যোগ হল
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুরের সাগরপুর সার্বজনীন
দুর্গোৎসব কমিটি। রাজ্য সরকারের দেওয়া পুজোর জন্য অনুদান ৮৫ হাজার টাকা না নেওয়ার
সিদ্ধান্ত নিয়েছে তারা। যা পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রথম অনুদান বয়কটের
সিদ্ধান্ত এই পূজো কমিটির। দাসপুর থানার অন্তর্গত সাগরপুর গ্রামবাসীবৃন্দর
ব্যবস্থাপনায় সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এই বছর ৪৬ তম বর্ষে পড়লো। এই বছর
ওই পুজো কমিটির থিম মাটির ঘরে মা। পুজো কমিটির সদস্যদের দাবি, আর্য করে নারকীয়
ঘটনার সাথে যে বা যারা জড়িত রয়েছে, সেই সমস্ত দোষীদের খুঁজে বের করে দ্রুত
বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তি দিতে হবে। যদি তিলোত্তময় বিচার না পাই
তাহলে আমরা সরকারের অনুদান মায়ের পূজোতে কিভাবে নেব।

দুর্গাপূজার শান্তিপূর্ণ উদযাপনের আহ্বান ইসলামপুরে। 

Tuesday : দুর্গাপূজার শান্তিপূর্ণ উদযাপনের আহ্বান ইসলামপুরে। সোমবার ইসলামপুর বাস
টার্মিনাস মুক্তমঞ্চে ইমাম মুয়াজ্জিন এসোসিয়েশন এবং চেরিটেবল ট্রাস্টের উদ্যোগে
এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া
লাল আগারওয়াল এবং গোয়ালপোখোরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীসহ
একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সভায় দুর্গাপূজার আগাম বার্তা হিসেবে
সবাইকে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়। মোহাম্মদ সাজ্জাদ, মহকুমা
কো-অর্ডিনেটর, এই সভার মূল উদ্দেশ্য হিসেবে বলেন, “দিদির (মুখ্যমন্ত্রী) নির্দেশে
আমরা সবাইকে উৎসবের সময় সম্প্রীতির মধ্যে থাকার বার্তা দিচ্ছি। আসন্ন দুর্গাপূজা
যাতে কোনও ধরনের অশান্তি ছাড়াই উদযাপিত হয়, সেই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও আসন্ন দুর্গাপূজার সময় শান্তি এবং সম্প্রীতির
ওপর জোর দেন। এই ধরনের সভা আয়োজনের মাধ্যমে সামাজিক সম্প্রীতির দিকটি আরও মজবুত
করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

নারী ক্ষমতায়নে অনবদ্য দৃষ্টিপাত ও বিভিন্ন প্রকল্প সফল রুপায়নের জন্য
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে

Tuesday : বাঁকুড়া জয়পুর নারী ক্ষমতায়নে অনবদ্য দৃষ্টিপাত ও বিভিন্ন প্রকল্প সফল
রুপায়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'অসীম কৃতজ্ঞতা' জানিয়ে মানব
বন্ধন কর্মসূচী মহিলা তৃণমূলের। সোমবার সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়ার জয়পুরেও এই
কর্মসূচীতে অংশ নিলেন ওই দলের নেতা কর্মীরা। এদিন উপস্থিত বিষ্ণুপুর সাংগঠনিক জেলা
তৃণমূল সভাপতি বিক্রমজিৎ ভট্টাচার্য বলেন, আমাদের দলের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার
চলছে, তার বিরুদ্ধে রাজ্য জুড়ে ১৭৫ কিলোমিটার মানব বন্ধন কর্মসূচীর ডাক দেওয়া
হয়েছিল। তীব্র রোদ উপেক্ষা করেই মানুষ এই কর্মসূচীতে যোগ দিয়ে সমালোচকদের মুখে
'ঝামা ঘষে' দিয়েছে বলে তিনি দাবি করেন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল
সভানেত্রী সঙ্গীতা মালিক বলেন, 'আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে'
স্লোগানকে সামনে রেখে ও দিদিকে 'কৃতজ্ঞতা' জানিয়ে 'মানব বন্ধন' কর্মসূচীতে যোগ
দিলাম। এদিন এই কর্মসূচীতে ৪ হাজার মহিলা অংশ নিয়েছিলেন বলে তিনি দাবি করেন।


--------------------------------------------------------------------------------

দেশ

--------------------------------------------------------------------------------

ভয়াবহ বন্যা নেপালে

ওয়াকফ ওয়াকফ বোর্ড সংশোধন বিল" নিয়ে বিহারের মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন
তেজস্বী যাদব


--------------------------------------------------------------------------------

বিশ্ব

--------------------------------------------------------------------------------




--------------------------------------------------------------------------------

খেলা

--------------------------------------------------------------------------------

মেদিনীপুর কলেজিয়েট ময়দানে জঙ্গল কন্যা ফুটবল প্রতিযোগিতা।

Tuesday : মেদিনীপুর কলেজিয়েট ময়দানে জঙ্গল কন্যা ফুটবল প্রতিযোগিতা। পশ্চিম
মেদিনীপুর: মেদিনীপুর শহরের তরুণ সংঘ ক্লাবের ব্যবস্থাপনায়, মেদিনীপুর শহরের
ঐতিহাসিক কলেজ কলেজিয়েট ময়দানে শুরু হল দুদিন ব্যাপী দিবারাত্র জঙ্গল কন্যা ফুটবল
প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ
সুপার ধৃতিমান সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী সুজয় হাজরা,
মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, জেলা মুখ্য স্বাস্থ্য
আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সরঙ্গি, মেদিনীপুর, সৌমেন খান, বিশ্বনাথ পাণ্ডব সহ
অন্যান্যরা। এই প্রতিযোগিতায় এই মহিলাদের ফুটবল টুর্নামেন্ট ভিন রাজ্যের একাধিক দল
সহমত ১৬ টি দল অংশগ্রহণ করছে। দিবারাত্র এই মহিলা ফুটবল প্রতিযোগিতা জেলা ছাড়া
ঝাড়খন্ড উত্তর প্রদেশ বিহার হরিয়ানা ছত্রিশগড় প্রবৃত্তিক রাজ্য থেকে মহিলা দল
অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা। জঙ্গল কন্যা ফুটবল প্রতিযোগিতার
উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। মাঠে নেমে গোল করে
ফুটবলের সূচনা করলেন তিনি। অপরদিকে গোলরক্ষক হিসেবে পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান,
সুজয় হাজরা ও পাঁচজন গোলকিপারকে পরাস্ত করে বলটি গোলের জালে জড়িয়ে দেন। পাশাপাশি
সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানান।


--------------------------------------------------------------------------------

বিজ্ঞান ও প্রযুক্তি

--------------------------------------------------------------------------------




--------------------------------------------------------------------------------

শিক্ষা

--------------------------------------------------------------------------------

চিত্রাংকন অঙ্কন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা।

Tuesday : চিত্রাংকন অঙ্কন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা।
চিত্রাংকন অংকন স্কুলের উদ্যোগে উদয়পুরে হয় বসে আঁকো প্রতিযোগিতা। রবিবার
ফুলকুমারী স্থিত মাতঙ্গিনী হাজরা বালিকা বিদ্যালয়ের হল ঘরে হয় কচিকাচাঁদের মধ্যে
চিত্রাংকন প্রতিযোগিতা। আনুমানিক তিন শতাধিক ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়। অনুষ্ঠানে
চিত্রাংকন অংকন স্কুলের অধ্যক্ষ তথা বিশিষ্ট চিত্র শিল্পী, ত্রিপুরা ফিল্ম আর্টিস্ট
মিউজিক ইউনিয়নের গোমতী জেলার সভাপতি দীপঙ্কর দাস সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে
পরিচালনা করেন। সঙ্গে ছিলেন ফিল্ম আর্টিস্ট মিউজিক ইউনিয়নের ফাউন্ডার তথা সভাপতি,
বিশিষ্ট শিল্পী বাণীব্রত দত্ত, অংকন শিক্ষক-শিক্ষিকা যথাক্রমে নেপাল সূত্রধর,
জয়দেব দত্ত, শুভম দত্ত, ঝলক দে ও অনুমতি পাল প্রমুখ।

বৃষ্টির কারণে জল জমছে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে জমা জলেই চলছে পঠন পাঠন।

Sunday : বৃষ্টির কারণে জল জমছে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে। জমা জলেই চলছে পঠন পাঠন।
তাছাড়া বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে রীতিমতো অসুবিধায় পড়তে হচ্ছে
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের। ঘটনাটি নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের
চৌগাছা গাজনতলার একটি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়ের ক্লাসরুমে হাঁটু জল। প্রতিটি
বিদ্যালয়ে যখন প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে দিন শুরু হয়, তখন এই বিদ্যালয়ে
পঠন-পাঠন শুরু হয় ক্লাস রুমের জল ছেঁকে বের করার মধ্য দিয়ে। তবুও ক্লাসরুমের
মধ্যে জল থাকায় জমা জলেই চলছে ক্লাস। শুধু তাই নয়, জল থাকার কারণে একই ঘরে চলে ৩টি
আলাদা আলাদা শ্রেণীর ক্লাস। এই ঘটনা একদিনের নয়, দীর্ঘ দিন ধরে এই সমস্যার সম্মুখীন
বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। বর্ষার কারণে অল্প বৃষ্টিতেই ক্লাস
রুমে জল ঢোকায় রীতিমতো অসুবিধের সম্মুখীন হচ্ছে সবাই। তবে শুধু বিদ্যালয়ের শ্রেণী
কক্ষেই নয়, বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে জল পায়েই বিদ্যালয়ে আসতে হয়
ছাত্রছাত্রীদের। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মন্ডল বলেন, তিনি এই
অসুবিধের কথা স্থানীয় বিডিও অফিসে বারবার জানিয়েছেন। কিন্তু কোন সুরাহা হয়নি।
বিদ্যালয়ের ১০ বছরের টিচার ইনচার্জ সুপ্রিয়া বিশ্বাস জানান, তিনি দশ বছর ধরে
জানালেও কোন সুরাহা হয়নি। বিদ্যালয়ের অন্য এক শিক্ষিকা প্রিয়াংকা খাঁ বলেন, এস
আই অফিসেও বারবার জানানো হয়েছে। তাঁরা জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মেটানোর
ব্যবস্থা করা হবে। কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত কোন সূরাহা হয়নি। এই বিষয়ে
কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহাকে সমস্যার কথা জানতে চাইলে তিনি জানিয়েছেন, বিষয়টি
সত্যি। তিনি আরও জানিয়েছেন, পরিকল্পনা করে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা
হবে। উল্লেখ্য, এই বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী পড়তে আসে, তাদের বেশিরভাগই
আদিবাসী সম্প্রদায়ের। বিদ্যালয়ে গেলে দেখা যায়, জল যন্ত্রণা সহ্য করেই ক্ষুদে
ক্ষুদে সব পড়ুয়ারা ক্লাস করছে।


--------------------------------------------------------------------------------

ইসলাম

--------------------------------------------------------------------------------





--------------------------------------------------------------------------------


Follow us on                  

About Us
Kaliachak Sangbad, a pioneering digital platform, is revolutionizing the way
citizens access news, information, and services.
Contact Us
Address : Kaliachak, Malda
Call : +91 7001942597
WhatsApp : +91 9749218411
Email : kaliachaksangbad@gmail.com
Important Link Disclaimer Privacy Policy

--------------------------------------------------------------------------------

Total Visitor : 4402