www.rtvonline.com Open in urlscan Pro
172.67.73.41  Public Scan

URL: https://www.rtvonline.com/entertainment/280882?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR0AYb8rwECCu4L4so_W8l-ENVsR0U3foRY2eB5qPpJxvv3pe-...
Submission Tags: @phish_report
Submission: On July 04 via api from FI — Scanned from FI

Form analysis 0 forms found in the DOM

Text Content

 * ঢাকা শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১

 * 
 * 
 * English
   



 * জাতীয়
 * রাজনীতি
   * রাজনীতি
   * আওয়ামী লীগ
   * বিএনপি
   * জাতীয় পার্টি
   * অন্যান্য
 * রাজধানী
 * দেশজুড়ে
   * ঢাকা
   * চট্টগ্রাম
   * রাজশাহী
   * খুলনা
   * বরিশাল
   * সিলেট
   * ময়মনসিংহ
   * রংপুর
 * অর্থনীতি
   * ব্যাংক-বীমা
   * শিল্প
   * ব্যবসা-বাণিজ্য
   * উন্নয়নের খবর
 * আন্তর্জাতিক
   * ভারত
   * পাকিস্তান
   * যুক্তরাষ্ট্র
   * যুক্তরাজ্য
   * মধ্যপ্রাচ্য
   * এশিয়া
   * ইউরোপ
   * আফ্রিকা
   * উত্তর আমেরিকা
   * দক্ষিণ আমেরিকা
   * অস্ট্রেলিয়া
   * ব্যতিক্রম
 * বিনোদন
   * ঢালিউড
   * বলিউড
   * টালিউড
   * সিনেমা
   * আরটিভি
   * সাক্ষাৎকার
   * অন্যান্য
   * হলিউড
 * খেলা
   * ক্রিকেট
   * ফুটবল
   * অন্যান্য
 * লাইফস্টাইল
   * রেসিপি
   * রূপচর্চা
   * ফ্যাশন
   * গৃহসজ্জা
   * পরামর্শ
   * স্বাস্থ্য পরামর্শ
   * অন্যান্য
 *  
 *  

 * চাকরি
 * বিজ্ঞান
 * সোশ্যাল মিডিয়া
 * ধর্ম
 * আবহাওয়া
 * তথ্যপ্রযুক্তি
 * মুক্তমত
 * ভ্রমণ
 * শিক্ষা
 * স্বাস্থ্য
 * প্রবাস
 * মিডিয়া
 * ফিচার
 * শিল্প-সাহিত্য
 * ইউটিউব

 * বাংলা কনভার্টার
 * লাইভ টিভি
 * ভিডিও
 * ছবি
 * অ্যান্ড্রয়েড
 * আইফোন
 * আর্কাইভ
 * আরটিভি প্লাস




 1. বিনোদন




যুক্তরাষ্ট্রে পুরস্কৃত জায়েদ খান

আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২৪, ১৮:৪৬

প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৪ | RTV Online |



ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির
সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে আসার পর দুর্দান্ত সময় কাটাচ্ছেন। বিভিন্ন সময়
নানান কর্মকাণ্ডের মাধ্যমে থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমানে এই নায়ক দেশের
বাইরে নানা স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবার কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন
ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন











রোববার (৩০ জুন) রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকার অ্যামাজুরা
মিলনায়তনে বসেছিল ‘ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ২২তম আসর। জায়েদ খান ছাড়াও
বাংলাদেশি কণ্ঠশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরা এ পুরস্কার পেয়েছেন।



বাবু জামান ও কণ্ঠশিল্পী জিনাত জাহান মুন্নির যৌথ সঞ্চালনায় এবারের ঢালিউড মিউজিক
অ্যাওয়ার্ডস যারা পেয়েছেন তারা হলেন, তাহসান, আতিয়া আনিশা, মেহজাবিন চৌধুরী,
তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, দর্শনা বণিক, মন্দিরা চক্রবর্তী, চঞ্চল চৌধুরী,
বিন্দু কণা, সুলতানা ইয়াসমিন লায়লা প্রমুখ।


আরও পড়ুন

হাসপাতালে চিকিৎসাধীন সালমান মুক্তাদির













শো-টাইম মিউজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর খান আলম বলেন, একটানা ২২ বছর
ধরে একটি অনুষ্ঠান পরিচালনা করা সহজ কাজ নয়। তবু সব চড়াই-উতরাই পেরিয়ে আমরা তা করতে
পেরেছি। শুধু একটি বর্ষসেরা অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতির জন্য একবছর ধরে টিম
ওয়ার্ক করতে হয়। শোটাইম মিউজিকের ধারাবাহিকতা রক্ষা করে ঢালিউডের ২২তম আসর
আশানুরূপভাবে সফল করতে সক্ষম হয়েছি।



ধন্যবাদ জানিয়ে আলমগীর খান আলম বলেন, অনুষ্ঠানটি সফল করতে যেভাবে পরিকল্পনা করা
হয়েছিল, তা স্বার্থক হয়েছে। আগামীতেও বাংলা সংস্কৃতি ও বিনোদনপ্রেমীরা এভাবে ডাকে
সাড়া দিয়ে আমাদেরকে আরো উৎসাহিত করবেন। সকল পৃষ্ঠপোষক, শিল্পী, কলা-কুশলীসহ
সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।



গত এক বছরে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ অন্তত ১০টি
দেশে শো করেছেন জায়েদ খান। একটি শো শেষ হতে না হতেই আরেকটি শো শুরু হয়ে যায়।



 * জায়েদ খান
 * পুরস্কৃত



মন্তব্য করুন


 * বিনোদন এর পাঠক প্রিয়

কঙ্গনাকে থাপ্পড় মারা সেই কনস্টেবলের জন্য পুরস্কার ঘোষণা

ভারতের নবনির্বাচিত বিজেপি-দলীয় এমপি ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের গালে থাপ্পড়
মেরে গ্রেপ্তার হওয়া সেই নারী কনস্টেবল কুলবিন্দর কৌরের জন্য পুরস্কার ঘোষণা করেছে
এক ব্যবসায়ী। জানা গেছে, সিআইএসএফের ওই কনস্টেবলের জন্য ১ লাখ রুপি পুরস্কার ঘোষণা
করেছেন ব্যবসায়ী শিবরাজ সিং বাইনস। তিনি জানান, থাপ্পড়কাণ্ডে অভিযুক্ত নারীকে ১ লাখ
রুপি পুরস্কার দেবেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।  
শুধু তাই নয়, একটি ভিডিও শেয়ার করে কুলবিন্দরকে কুর্নিশও জানান ওই ব্যবসায়ী।
পাশাপাশি পাঞ্জাবের সংস্কৃতি এবং মানুষের ভাবাবেগকে বাঁচানোর জন্য ওই সিআইএসএফের
কনস্টেবলের প্রশংসাও করেন তিনি।  এ ছাড়াও কুলবিন্দরের পাশে দাঁড়িয়ে নিজেকে তার ভাই
হিসেবে পরিচয় দিয়েছেন শের সিং মাহিওয়াল নামের এক ব্যক্তি। তিনি বলেন, বোনকে
পুরোপুরি সমর্থন করি। এমনকি সামাজিক যোগাযোগ ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই
কনস্টেবলের ভাই হিসেবে বক্তব্যও রাখতে শোনা যায় তাকে।  বিমানবন্দরে কঙ্গনা মারার
ঘটনার পর কুলবিন্দরের বিরুদ্ধে এফআইআর হয়। কোর্ট অব এনকোয়ারির নির্দেশ দেয়
সিআইএসএফ। এরই মধ্যে শের সিং মাহিওয়াল জানান, ওকে এই বিষয়ে সম্পূর্ণ সমর্থন করি। এই
ব্যক্তি কপুরথালায় কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির অর্গানাইজেশন সেক্রেটারি বলে জানা
গেছে। প্রসঙ্গত, ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কট্টর সমর্থক বলিউডের
ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী কঙ্গনা। রাজনীতিতে ডেবিউয়ের আগে বিভিন্ন সময় নানা
ইস্যুতে দলটিকে সমর্থন করেছেন তিনি। সেসব বিষয়ে শিরোনামেও একাধিকবার জায়গা করে
নিয়েছেন। তবে এবার নির্বাচনে জয়লাভ করে আলোচনায় উঠে এলেন কঙ্গনা।  



কঙ্গনাকে চড় মারা সেই কনস্টেবলকে চাকরি দিতে চান বিশাল দাদলানি

বলিউড অভিনেত্রী-রাজনৈতিক কঙ্গনা রানাওয়াতকে চড় মারার ঘটনায় সেন্ট্রাল
ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কনস্টেবল কুলবিন্দর কৌরকে বরখাস্ত করা
হয়েছে। এবার সেই কনস্টেবলকে চাকরি দেওয়ার প্রস্তাব দিলেন বলিউডের গায়ক ও সংগীত
পরিচালক বিশাল দাদলানি। কঙ্গনাকে চড় মারার ঘটনায় গোটা বলিউড নিরব থাকলেও বিষয়টি
নিয়ে সরব এই সঙ্গীত পরিচালক। শুক্রবার (৭ জুন) নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে একটি
পোস্ট দিয়েছেন বিশাল দাদলানি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি কখনোই সহিংসতাকে সমর্থন
করি না। কিন্তু সিআইএসএফ তাদের এই কর্মীর বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ গ্রহণ নেয়,
তাহলে আমি এটা নিশ্চিত করছি যে, তার জন্য চাকরি অপেক্ষা করছে। যদি সে চাকরির
প্রস্তাব গ্রহণ করে।’ চলতি বছর ভারতের লোকসভা নির্বাচনে হিমাচলের মান্ডি আসন থেকে
জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী কঙ্গনা। ভোটে জয়ের পর অভিনেত্রী দিল্লির উদ্দেশে রওনা
দিতে চন্ডীগড় এয়ারপোর্টে পৌঁছালে হঠাৎ কঙ্গনাকে চড় মেরে বসেন কনস্টেবল কুলবিন্দর।
জানা গেছে, সেখানে সিকিউরিটি চেকিংয়ের সময় কুলবিন্দরের সঙ্গে তর্কে জড়ালে কঙ্গনাকে
চড় মারেন তিনি। অন্যদিকে কঙ্গনার সঙ্গে থাকা এক ব্যক্তিও কুলবিন্দরকে পাল্টা চড়
মারেন।  কঙ্গনাকে চড় মারার কারণ উল্লেখ করে কুলবিন্দর বলেন, কৃষি আইন বাতিলের
দাবিতে ভারতীয় কৃষকরা ১৫ মাস আন্দোলন করেন। ওই সময়ে ‘বেফাঁস’ মন্তব্য করেছিলেন
কঙ্গনা। তিনি বলেছিলেন, কৃষকরা ১০০ রুপির জন্য সেখানে বসেছিল। সে কি সেখানে যাবে,
সেখানে বসবে? আমার মা সেখানে বসে প্রতিবাদ করেছিলেন।’ প্রসঙ্গত, কৃষি আইন বাতিলের
দাবিতে ১৫ মাস আন্দোলন করেছিলেন ভারতীয় কৃষকরা। সেসময় ওই আন্দোলন সম্পর্কে কঙ্গনা
বলেছিলেন, কৃষকেরা ১০০ রুপির জন্য সেখানে বসেছিল। এদিকে ওই আন্দোলনের একজন কর্মী
ছিলেন কুলবিন্দরের মা। মূলত ওই ঘটনার জেরেই অভিনেত্রীকে কষে চড়ে মারেন ওই নারী
কনস্টেবল।  



মঞ্চের পেছনে শাকিবকে জাপটে ধরলেন পরী, অতঃপর...

ঢাকাই সিনেমার দুই তারকা শাকিব খান ও পরীমণি। এই দুই নামের সঙ্গেই জড়িয়ে আছে
আলোচনা-সমালোচনা। এই জুটিকে বড় পর্দায় দেখা গেছে ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘ধূমকেতু’
সিনেমায়। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের। তবে এবার নতুন করে তারা আলোচনার
কেন্দ্র বিন্দুতে চলে এসেছেন। শাকিব খানকে জাপটে ধরে আলোচনায় ফের পরীমণি । সোশ্যালে
ইতিমধ্যেই তাদের সেই বিশেষ মুহূর্তের ছবি। শুক্রবার (৭ জুন) ঢাকা ফ্যাশন ডে ২০২৪-তে
হাজির হয়েছিলেন সিনে ইন্ডাস্ট্রিসহ ফ্যাশন দুনিয়ার নামিদামি তারকারা। ফ্যাশন
ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেনের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন শাকিব খান।
অনুষ্ঠানে নায়কের সঙ্গে মঞ্চে হাঁটতে দেখা যায় পরীকেও। তবে মঞ্চের পেছনে দেখা হওয়ার
সময় একে অপরকে জড়িয়ে ধরেন। সেই ছবি, ভিডিওই এখন আলোচনার তুঙ্গে। এদিকে শাকিব খান ও
পরীমণিকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা গ্রুপে লিখতে দেখা গিয়েছে যে
ফের তাদের একসঙ্গে বড় পর্দায় দেখতে চান দর্শক। কারণ শাকিবের সঙ্গে পরীমণিকে বেশ
মানায় বলে মনে করছেন তারা।  এদিকে এদিন নামকরা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায়
র‌্যাম্পে হেঁটেছেন দেশের নামকরা মডেল ও শোবিজ তারকারা। তাদের মধ্যে ছিলেন সজল,
নিরব, গোলাম কিবরিয়া তানভীর, সাঞ্জু জন, রাহা তানহা খান, রুকাইয়া জাহান চমক,
মন্দিরা চক্রবর্তী, সামিয়া অথৈসহ অনেকে।



‘চোখের পলকে সব শেষ, চিরদিন দায়ী থেকে যাব’

ছাদ খোলা প্রাইভেটকারে চড়ে ঐতিহ্যবাহী ব্রিজের ভিডিও করার সময় লোহার পাইপে আঘাত
পেয়ে নিহত হন রবিউল আজিম তনু (২৫) নামে এক যুবক। শনিবার (৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রিজে ওই দুর্ঘটনা ঘটে। রবিউল সাতক্ষীরা জেলার
কলারোয়া থানার গোপীনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। জানা গেছে, শহরের এসএস
রোডে একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের দাওয়াতে সিরাজগঞ্জ আসেন কনটেন্ট
ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী ও তার সঙ্গীরা। সকালে আর এস ফাহিম চৌধুরীর
ক্যামেরাম্যান একটি ছাদ খোলা জীপে শহরের বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও সংগ্রহ
করছিলেন। এ সময় রেস্টুরেন্টটির মালিক মঈন উদ্দিন তাদের বন্ধু সৌহার্দ্য, শোভন এবং
জয়নাল আবেদিন সঙ্গে ছিলেন। এস এস রোড প্রান্ত দিয়ে ইলিয়ট ব্রিজের ভিডিও নেয়ার জন্য
রবিউল গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ইলিয়ট ব্রিজের প্রবেশ বারে রবিউল মাথায়
ধাক্কা খান। এতে গুরুতর আহত হন তিনি। আজিমের মৃত্যুতে মর্মাহত দেশের কনটেন্ট
ক্রিয়েটর আর এস ফাহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হৃদয়স্পর্শী পোস্ট করেছেন।
এই কনটেন্ট ক্রিয়েটর লিখেছেন, ‘শনিবার ভোর ৫টা ৩০মিনিটের দিকে আমাদের আজিম দুনিয়ার
মায়া ত্যাগ করে চলে গেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) কীভাবে বর্ণনা
করব কিছুই বুঝতে পারতেছি না। বার বার মনে হচ্ছে সব কিছু কেমন জানি একটি দুঃস্বপ্ন
এর মতো। কিন্তু কীভাবে নিজেকে বুঝাব যে ভাইটি আর নেই। চোখের সামনে সব দেখেছি ভাই যা
কোনোদিন ও বুঝাতে পারবো না তাই সংক্ষেপে একটু বর্ণনা করি। পোস্টে তিনি আরও লিখেছেন,
আমরা ঠিক ফজরের আজানের সময় সিরাজগঞ্জ কড্ডার মোরে পৌঁছে হালকা কিছু খাবার খাই সবাই
মিলে। এরপর আমরা ক্রস বাঁধ ৩-এ যাই সেখান এ আজিম তার মতো করে শুট নিতে ব্যস্ত ছিল
ব্লগের জন্য। তারপর কিছু সময় কাটাই সেখানে এরপর আমরা রওনা হই হোটেল এ যাওয়ার
উদ্দেশে। যাওয়ার পথে সে সামনের একটি গাড়িতে উঠে। এরপর গাড়ির ছাদের খোলা অংশ দিয়ে
(Sunroof) দিয়ে বের হয়ে শুট নিচ্ছিল। এর মধ্যে এসএস রোড দিয়ে বড়পোল পার হওয়ার
সময় উপরে থাকা লোহার যে বারটি রয়েছে (Hieght বার) বলা হয় যাকে (sunroof) এ
দাঁড়িয়ে থাকার কারণে মাথায় এবং বুকে সজোরে আঘাত হানে। উল্টো হয়ে ফিরে থাকার
কারণে সে ও বুঝতে পারেনি যার কারণে আঘাতটা সরাসরি তার মাথার পেছন দিকে লাগে। মাথার
পেছনে আঘাত লাগার ফলে তৎক্ষণাৎ সে সেখানে গাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে
পরে। তৎক্ষণাৎ ২-৩ মিনিটের মধ্যে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতাল পৌঁছাই সেখানে নেয়ার
আগেই আমাদের ভাই দুনিয়ার মায়া ত্যাগ করে। তার জন্য কিছু করার সুযোগটা ও পায় নাই।
চোখের পলকে সব শেষ হয়ে গেলো। চিরদিন দায়ী থেকে যাবো। দুই মাস আগে আজিম বাবা হারা
হয়েছে। এই ছেলেটির চলে যাওয়া তার মাকে জানানোর মতো কষ্ট কখন ও বুঝতে পারব না। 
দূর থেকে অনেকে অনেক মতামতই করবে কিন্তু সব নিজ চোখের সামনে হয়েছে ১০০০ কথা লিখে ও
কাউকে বুঝাতে পারবো না। আমরা সকাল থেকে হাসপাতাল এবং প্রশাসনিক সকল কার্যক্রম শেষ
করে লাশ নিয়ে এখন সাতক্ষিরার পথে।’ সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, শহরের এসএস রোড এলাকার বন্ধু মুখলেসুর রহমানকে
সঙ্গে নিয়ে রবিউল ও অপর এক বন্ধু ভোরে একটি প্রাইভেটকার নিয়ে ইলিয়ট ব্রিজের ওপরে
যান। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। রবিউল গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রিজের ভিডিও
করছিলেন। হঠাৎ তিনি ব্রিজের লোহার পাইপের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। বন্ধুরা
রবিউলকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব
জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান। 
প্রসঙ্গত, ইলিয়ট ব্রিজটি ব্রিটিশ আমলে তৈরি। এখনো এটি কালের সাক্ষী হয়ে আছে।
স্থানীয়ভাবে এটাকে বড়পুল বলে ডাকা হয়। এর আগে ব্রিজটির বয়স হওয়ায় এটাকে ঝুঁকিমুক্ত
রাখতে ব্রিজের ওপর দিয়ে ভারী ও বড় যানবাহন চলাচল বন্ধ করতে ব্রিজের দুই পাশে লোহার
মোটা পাইপ লাগানো হয়। ইলিয়ট ব্রিজের বিশেষত্ব হচ্ছে এর কোনো পিলার নেই। ১৮০ ফুট
লম্বা ও ১৬ ফুট চওড়া এই ব্রিজটির পুরোটাই আর্চ করে খালের দুই পাড়ের ওপর নির্মাণ করা
হয়েছে।



কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে সমালোচনার ঝড়, অভিনেতাদের বয়কটের হুমকি

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু নিয়ে সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কোমলপানীয়
ব্র্যান্ড কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে সাধারণ জনগণ। সম্প্রতি এই কোমলপানীয়র
বাংলাদেশের একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল
আলোচনা-সমালোচনা। এতে বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা শরাফ আহমেদ জীবন,
শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। এবার কোকাকোলা বয়কটের পাশাপাশি
অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে
নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বয়কটের ডাক দিয়েছেন।  সাব্বির আহমেদ নামে একজন
ফেসবুকে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মার ছবি পোস্ট করে লিখেছেন, ‘বয়কট’ আবারো
যুবকদের ইমোশন নিয়ে খেলছে, দেশের যুবসমাজ দের অশিক্ষিত ও মূর্খ ভাবছে তারা। আবার
বিনোদনের জায়গায় ও তারাই কেন আমাদের পছন্দ হবে। মুহাম্মদ আবু বাক্কার নামে একজন
পোস্ট দিয়ে লিখেছেন, ব্যক্তিগতভাবে আমি কাজল আরিফিন অমি ও জিয়াউল হক পলাশ ভাইয়ের
অনেক বড় একজন ভক্ত ছিলাম। তবে তার টিম-মেট দের এই ধরনের বিজ্ঞানের কারণে তাকে এবং
তার টিমের সকল মেম্বারকে বয়কট ঘোষণা করলাম। অভিনেতা শিমুল শর্মা জানান, বাংলাদেশে
কোক নিয়ে প্রোপাগান্ডামূলক একটি তথ্য ছড়িয়ে আছে। কোনো প্রোডাক্টকে যদি ধর্মীয় মোড়কে
মুড়িয়ে ফেলা হয়, তাহলে কিছু করার নেয়। সবার নিজেদের জায়গা থেকে স্টেটমেন্ট দিতে
পারে। সেই জায়গা থেকে কোকাকোলা বিজ্ঞাপনটি বানিয়েছে।  এ বিষয়ে জানার জন্য অভিনেতা
শরাফ আহমদ জীবনকে মুঠোফোনে একাধিক বার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। এদিকে
বিজ্ঞাপনটিতে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে দেখা যাওয়ায় অনেকেই মনে করছেন কাজল
আরেফিন অমি এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন। যার ফলশ্রুতিতে অনেকেই এই নির্মাতাকে
নানা মন্তব্য করছেন। তবে অমি জানালেন ভিন্ন কথা। অমি জানান, বিজ্ঞাপনের দুই
শিল্পীকে দেখে অনেকেই মনে করছেন এটি আমি নির্মাণ করেছি। এমন বিজ্ঞাপন নির্মিত হয়েছে
আমি জানতামও না। প্রচারের পরে জানতে পেরেছি। অনেকে আমাকে ভুল বুঝে টেক্সট দিচ্ছেন।
বিষয়টি নিয়ে অমি নিজেই ফেসবুকে লিখেছেন, আমি কখনও বিজ্ঞাপন বানাইনি, আমি নাটক, ওয়েব
ফিল্ম, ওয়েব সিরিজ নিয়েই কাজ করেছি, ভবিষ্যতে সিনেমা বানাব।



কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে মুখ খুললেন অভিনেতা জীবন

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু নিয়ে সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কোমলপানীয়
ব্র্যান্ড কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে সাধারণ জনগণ। সম্প্রতি এই কোমলপানীয়র
বাংলাদেশের একটি বিজ্ঞাপন নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। 
বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ
আল সেন্টু প্রমুখ। কোকাকোলা বয়কটের পাশাপাশি বিজ্ঞাপনের অভিনয়শিল্পীদেরও বয়কটের
হুমকি দিয়েছেন নেটিজেনরা।  অবশেষে বয়কটের তোপের মুখে পড়ে বিজ্ঞাপনে কাজ করার বিষয়ে
মুখ খুলেছেন অভিনেতা জীবন। সোমবার (১০ জুন) রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট
দিয়ে দাবি করেন, ইসরায়েলের পক্ষ নিয়ে কোনো কাজ করেননি  তিনি। পাঠকদের জন্য অভিনেতা
জীবনের পোস্টটি তুলে ধরা হলো— ‘আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে
পরিচিত। বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। ব্যক্তিগত জীবনে আমি
সবসময় মানবাধিকার বিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও
মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। ব্যক্তিগত জীবনে সবসময় মানবাধিকার বিরোধী যেকোনো
আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছে এবং সবার অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে।
বিজ্ঞাপনে এ অভিনেতা কোথাও ইসরায়েলের পক্ষ নেয়নি এবং তিনি কখনোই ইসরায়েলের পক্ষে না
বলে দাবি করেছেন। পাশাপাশি তার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে,
থাকবে বলে আশা প্রকাশ করেছেন। সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি
বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেওয়া
তথ্য-উপাত্তই কাজটিতে তুলে ধরেছি। বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক
মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই
কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র। এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ
নিইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং
মানবতার পাশে আছে, থাকবে।’ এদিকে পোস্ট দেওয়ার পর মন্তেব্যর ঝড় উঠেছে অভিনেতা
জীবনের কমেন্টসবক্সে।  সেখানে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে
মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।  একজন লিখেছেন, ‘ইসরায়েলের নাম দুবার লিখলেন কিন্তু
ফিলিস্তিনের নাম একবারও বললেন না, ব্যাপার কী? ভাসুর, তাই নাম নিতে সমস্যা! যদি
কাজটাকে ভুল মনে করেন তবে সোজাসুজি বলে ক্ষমা প্রার্থনা করুন। সম্মান বাড়বে বৈ
কমবেনা।’ আরেক নেটিজেন লেখেন, ‘তোমাকে বয়কট পেশার দোহায় দিয়ে পার পাবেনা। তুমি
মানুষের অনুভূতিতে আঘাত করে পেশাগত দায়িত্ব পালন করার দৃঢ়তা দেখাতে পারলে মানুষ
তোমাকে বয়কট ও করতে পারবে।’  



মুসলিম অভিনেতাকে বিয়ের গুঞ্জনে যা বললেন সোনাক্ষীর বাবা

বেশ অনেক দিন ধরেই শোনা যাচ্ছে  প্রেম করছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও
অভিনেতা জহির ইকবাল। ২০২২ সালে জোর গুঞ্জন চাউর হয়, জহির ইকবালের সঙ্গে বাগদান
সম্পন্ন করেছেন তিনি। যদিও পরবর্তীতে বাগদানের খবরটি উড়িয়ে দেন এই নায়িকা। গত কয়েক
দিন সোনাক্ষী-জহিরের বিয়ের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লেগেছে। ভারতীয় একাধিক
গণমাধ্যম জানায়, দীর্ঘ দিনের প্রেমিক জহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে
যাচ্ছেন সোনাক্ষী। আগামী ২৩ জুন মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিষয়টি
নিয়ে জোর চর্চা চললেও নীরব সোনাক্ষী-জহির। এবার মুখ খুললেন সোনাক্ষীর বাবা
অভিনেতা-রাজনৈতিক শত্রুঘ্ন সিনহা। এবারের লোকসভা নির্বাচনে আসানসোল আসনে তৃণমূলের
প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন শত্রুঘ্ন। বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তিনি। সেখানে
জুম টিভিকে শত্রুঘ্ন বলেন, ‘নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আমি দিল্লিতে এসেছি,
এখনো দিল্লিতে রয়েছি। মেয়ের বিয়ের পরিকল্পনা নিয়ে আমি কারো সঙ্গে কথা বলিনি। বিয়ের
বিষয়ে সোনাক্ষী আমাকে কিছু বলেনি। সোনাক্ষী যদি বিয়ের বিষয়ে আশ্বস্ত করে, তবে আমি ও
আমার স্ত্রী গিয়ে নবদম্পতিকে আশীর্বাদ করে আসব। আমরা তার মঙ্গল কামনা করি।’
ব্যাখ্যা করে শত্রঘ্ন সিনহা বলেন, আমরা সোনাক্ষীর বিচারবুদ্ধির ওপরে ভরসা রাখি। সে
কখনো সংবিধান বর্হিভূত ও বেআইনি সিদ্ধান্ত নিতে পারে না। প্রাপ্তবয়স্ক হিসেবে তার
সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব অধিকার রয়েছে। আমার মেয়ে যখন বিয়ে করবে তখন আমি নাচব।
‘খামোশ’খ্যাত অভিনেতা শত্রুঘ্ন বলেন, ‘আমার কাছের মানুষেরা আমাকে প্রশ্ন করেছেন,
কেন আমি আমার মেয়ের বিষয়ে সজাগ থাকি না এবং মিডিয়াও তাই করছে। আমি শুধু বলতে চাই,
আজকালের ছেলে-মেয়েরা বাবা-মায়ের কাছে অনুমতি নেয় না, তারা কেবল খবরটি জানায়। আমরাও
খবরটি পাওয়ার জন্য অপেক্ষা করছি।’ সোনাক্ষী সিনহা হিন্দু ধর্মের অনুসারী আর জহির
ইকবাল মুসলিম। ধর্ম ভিন্ন হওয়ায় এ জুটির প্রেম-বিয়ে নিয়ে বেশ চর্চা চলছে।
নেটিজেনদের ধারণা— এ ব্যাপারটি হয়তো পছন্দ হয়নি শত্রুঘ্ন সিনহার। সোনাক্ষী অভিনীত
সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’। সঞ্জয় লীলা বানসালি
নির্মিত সিরিজটি গত ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে
অভিনয় করেছেন— সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল,
সানজিদা শেখ, রিচা চাড্ডা।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন জায়েদ খান

রাসেলস ভাইপারের সঙ্গে তুলনা, যা বললেন জায়েদ খান

ডিগবাজি দিতে গিয়ে আহত জায়েদ খান

‘জায়েদ খানের সঙ্গে রোমান্স সম্ভব নয়’


 * তথ্যপ্রযুক্তি
 * প্রবাস
 * ফিচার
 * মুক্তমত
 * শিক্ষা
 * পরিবেশ ও জীববৈচিত্র
 * স্বাস্থ্য
 * রাজনীতি
 * আবহাওয়া

Privacy Policy | Terms of Use | Advertisement

প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান

বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেড,১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার,
ঢাকা-১২১৫

ফোন : +৮৮০-২-৫৫০১৩৫১১-১৫

নিউজ রুম: +৮৮০-১৮৭৮১৮৪৩৬৯-৭০

ই-মেইল : news@rtvbd.tv

বিজ্ঞাপন : rtvdigitalad@gmail.com

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

   

অনুসরণ করুন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৪ | RTV Online