mediad.agency Open in urlscan Pro
139.99.84.238  Public Scan

Submitted URL: http://mediad.agency/
Effective URL: https://mediad.agency/
Submission: On November 07 via api from NL — Scanned from SG

Form analysis 0 forms found in the DOM

Text Content

MEDIAD AGENCY

ANNOUNCE YOUR SERVICE TO NEXT LEVEL



Join The Treaining









আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার

WhatsApp
Join The Treaining


কিছু কমন প্রশ্ন ও তার উত্তর

প্রশ্নঃ Resurrection Fee তে কোন ডিস্কাউন্ট হবে কি ?

উত্তরঃ ভাই বিজনেস সুরু করতে যদি মাত্র ২৫,০০/৩০,০০ টাকা খরচ করতে না পারেন তাহলে
আপনাকে দ্বারা ব্যাবসা হবেনা, ডিস্কাউন্ট দিয়ে এত বেশি কোর্স না করে, দাম দিয়ে একটা
কোর্স মনোযোগ দিয়ে করুন, কাজে লাগবে। 

প্রশ্নঃ ট্রেনিং এর মেয়াদকাল কতদিন কবে থেকে শুরু হবে ?

উত্তরঃ ট্রেনিং অলরেডি শুরু হয়ে গেছে, ১ টি ক্লাস হয়েছে। জানুযারী ২০২৫ এর
মধ্যে ইনকাম শুরু করব ইনশাআল্লানহ্‌।

প্রশ্নঃ আমি খুব ভাল ইংরেজি পারিনা, আমি ব্যাবসা করতে পাবেন ?

উত্তরঃ জি, বাংলাদেশে ব্যাবসা করতে হলে এত ভাল ইংরেজি লাগেনা বরং বাংলাটা ভাল জানতে
হয়,

প্রশ্নঃ আমিতো কম্পিউটার ভালমত চালাতে পারিনা, আমি কি পারব ?

উত্তরঃ জি আপনি যদি বেসিক কম্পিউটার অপারেট করতে পারেন তাহলেই আপনি সব কাজ করতে
পারবেন ইনশাআল্লাহ্‌,

প্রশ্নঃ মোবাইল দিয়ে কাজ করতে পারব কি ?

উত্তরঃ জি পারবেন কিন্তু কম্পিউটার না থাকলে এপ্লাই করার দরকার নেই, কারন মোবাইল
দিয়ে ইনকাম করা খুবই কঠিন হবে। (আমি চাই আপনি ব্যাবসা করে স্ববালম্বি হন, মোবাইল
দিয়ে কাজ করে আর যাই হোক স্বাবলম্বি হওয়া যায়না),

প্রশ্নঃ এই জার্নি ঠিকমত ফলো করলে কি ইনকাম হবে শিওর ?

উত্তরঃ জি আমাদের দেখনো মত সব কাজ ঠিকমত করলে ১০০% আপনি একটি বিজনেস দাড় করাতে
পারবেন এবং ভাল একটা এমাউন্ট ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ্‌,

প্রশ্নঃ যদি আপনাদের কথামত কাজ করে ইনকাম না করতে পারি ?

উত্তরঃ প্রথমত আপনি যে অ্যাসেট ও ডিজিটাল প্রডাক্ট পাচ্ছেন তা এই টাকার চাইতে অনেক
বেশি,  যদি সবকিছু ঠিকমত করে আপনি ইনকাম করতে না পারেন তাহলে আমি রিজার্ভেসশন ফি এর
টাকা ফেরত পাবেন ইনশাআল্লাহ।

প্রশ্নঃ মোট ক্লাস কয়টি ?

উত্তরঃ সর্বোমোট ৩০+ ক্লাস পাবেন আশা করি, বিজনেসের চাহিদা অনুযায়ী ক্লাস বাড়তে
পারে।

প্রশ্নঃ ক্লাসগুলো কি লাইভ ক্লাশ নাকি রেকর্ডেড ?

উত্তরঃ ক্লাসগুলো সাধারনত ক্লাসের ১ দিন আগে রেকর্ড করা হবে, কারন সময় সল্পতার
কারণে সবাই একসাথে ক্লাস করতে পারেনা। এছাড়া আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে মাঝে
মাঝে লাইভ ক্লাশ হবে।

প্রশ্নঃ সাপোর্ট কিভাবে ও কতদিন দেবেন ?

 

উত্তরঃ আমাদের সাপোর্ট গ্রুপ থাকবে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত
সাপোর্ট দেয়া হবে। এবং এই সাপোর্ট পাবেন আজীবন।


আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার

WhatsApp

Join The Treaining


আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার

WhatsApp
Join The Treaining

Contact us
Open chatychaty button
Hide chaty